স্যার বলেছিলো-
আচ্ছা বড় হয়ে তুমি কি হবে?
স্যার যেদিন-আমি বড় হবো
মেডিক্যালে পড়বো আমি
সবাই ডাক্তার সাহেব কবে ।
আমাদের থেকে ও অনেক অনেক
গরীব গ্রামে যাবো,
বিনে পয়সায় গরীব লোকের
অনেক সেবা করবো ।
এখন আমি ইন্জিনিয়ার-
নিজেই একজন রোগী
ডাক্তারের কাছে যাওয়া লাগে
যখন রোগে ভুগী ।
সেবা ও করি -তবে বড় বড় লোকের
গরীবের এতো টাকা দেওয়ার
সাধ্য কি আছে ।
স্কুলের সেই বন্ধু গুলো সব
যারা হতে চেয়েছিলো ডাক্তার,
এখন দেখি ডাক্তার নাই
সবাই তারা রোগী ।
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
যারা ইন্জিনিয়ার,ডাক্তার নয়
মানুষ হতে চাবে ।।