হারিয়ে গেছে সুসময় -দিগন্ত জোড়াঁ মাঠ
কাঁশফুল -শঙ্কচিল।

হারিয়ে গেছে প্রতিবাদের ভাষা আর বেঁচে থাকার আশা
মনুষত্ব বিলীন -পশুত্ব করেছে গ্রাস।

হারিয়ে গেছে গলাগলি করে চলা আর মন খুলে বলা কথা
সম্প্রদায় সম্প্রীতি-অটুট বন্ধন।

হারিয়ে গেছে রাখালের বাঁশির সুর আর কৃষকের শুভদিন
ম্লান হয়েছে ঝিলের পানি -শাপলা শালুকের বাস।

হারিয়ে গেছে রাঁত জেগে গল্প শোনার ধূম
ঠাকুরমার ঝুলি-চাঁদের বুড়ি।

হারিয়ে গেছে চার আনা দামের লজেন্স আর সহজ সরল দুষ্টুমী
মায়ের বকুনি-পাড়াঁর নালিশ ।

হারিয়ে গেছে মন,প্রেম আর ভালোবাসা
কথা দিয়ে কথা রাখা-নিঃস্বার্থ পরোপকারিতা।।