ফুটপাতে দাঁড়িয়ে থাকা,
ঐ যে ছোট্ট ছেলে।
ক্ষুধার জ্বালা মিটবে তার,
একটু খাবার পেলে।

বাবা তার থেকে ও নাই,
মা মরেছে জ্বরে।
ছোট্ট বোনটি কোলে করে,
দাঁড়িয়ে পথের ধারে।

সম্বল বলতে যা বোঝায়,
ওদের সেটা শুধুই ক্ষুধা।
ধনী মোরা-ধনী তোমরা,
পান করছো অমৃত সূধা।

গরমে ওদের ফ্যান চলে না,
খায় যে মশায় কতো।
শীতে ওদের কাঁপুনি ধরে,
হাড্ডি মাংসে যতো।

বৃষ্টি হলে ঘরের চালের,
পানি পড়ে গায়ে।
এর মধ্যে জায়গা করে,
ওরা থাকে শুয়ে।

তোমরা যারা জন্ম নিলে মুখে,
সোনার চামচ দিয়ে।
ওদের জন্ম চামচ ছাড়াই,
দুঃখ কষ্ট নিয়ে।

ওদের জায়গা তুমি নিয়ে,
তোমার জায়গা ওদের দিয়ে,
ভেবেছো কি একটিবারে।

চায় না ওরা টাকা পয়সা,
হাজার হাজার কোটি।
তোমার খাবার একটু দিলে,
খুব বেশি হয় ক্ষতি।।