বঙ্গবন্ধু, জাতির পিতা তুমি দেশের স্বার্থে রাখলে জীবনবাজি।
জীবন দিলে হায়েনাদের হাতে
ক’জন পায় এমন মহিমান্বিত মৃত্যু!
তোমার আদর্শ সামনে রেখে
হতে চাই তোমারই মতো নির্ভয়ী,
অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরাও হবো জয়ী।
আমি হতে চাই তোমারই প্রতিচ্ছবি
জীবনে সদাচার অক্ষুণ্ণ রেখে হতে চাই ত্যাগী।
আমরা করেছি লড়াই ভাষার জন্য
পতাকার জন্য ,
মুক্তির জন্য ,
মায়ের মুখের হাসির জন্য,
তাই তো বিশ্বমাঝে হয়েছি গর্বিত বাঙালি।
তোমার মতো পিতা ছিলো বলেই আমরা পেরেছি দুঃসাহসী হতে
প্রয়োজনে আরো সাহসীও হতে পারবো নিশ্চয়।
জনক, তুমি আছো জগৎ ওই দূর সীমানায়
তোমার ব্যথা বুকে নিয়ে লিখে যাই দিনলিপি
বুনে যাই স্বনির্ভরতার ইতিহাস।