এক যে ছিলো হাবু
মারতো সে ঢিল পুকুরে,
গলিরমুখে দেখলে তাকে
ধাওয়া করতো কুকুরে।
,
সারাটা দিন ঘুরতো
হাবু ছিলো দুষ্ট,
তার কারণে পাড়ার সবাই
থাকতো যে অতুষ্ট।
,
পাড়ার মুরুব্বিদের
বানাতো সে বোকা,
ঐ দেখো ঐ বলে মাথায়
মারতো জোরে ঠোকা।
,
দুষ্টুমিতে পাঁকা ছিলো
হাবু যে তার কর্মে,
বলতো সবাই এমন ছেলে
দেখিনি এ জর্মে।
,
হাবু রে ও হাবু
তোরহাতে কী রোজ-ই এমন
হতো সবাই কাবু।