সকলে তোমার গায় গান
সুজন জাহাঙ্গীর
,
একি অপরূপ সৃষ্টি তোমার
সকলে তোমার গায় গান
তোমারি দানের মহিমাতে
জুড়ায় ধরার সব প্রাণ
সকলে তোমার গায় গান।
,
সৃষ্টি তোমার এ-মাটি
বৃক্ষলতায় পরিপাটি
ফুলে-ফলে ভরে আছে সবি
ছড়ায় মধুর মত ঘ্রাণ
সকলে তোমার গায় গান।
,
রাতের আঁধার টুটে গেলে
পাখিরা যে উড়ে ডানামে
প্রজাপতি ফুলে মধু খায়
ভ্রমর-ও গেয়েযায় গান
একি অপরূপ সৃষ্টি তোমার
সকলে তোমার গায় গান।
,
সোনালি ফসল দোলে মাঠে
বায়ু বহে পালতোলা ঘাটে
ঢেউয়ের তালে চলা নদী
গড়েছো তুমি মহিয়া
সকলে তোমার গায় গান।
,
সন্ধ্যার পাখি ফেরে নীড়ে
যাহা আছে ধরণীর ভিড়ে
তোমার- ই জিকির জপে সবে
প্রভু তুমি চির অম্লান
সকলে তোমার গায় গান।