রোজ প্রভাতে পাখি ডাকে সুর্য উঠে হেসে,
নাঙ্গল কাঁধে কৃষাণ ছুটে মাঠের কিনার ঘেসে।
আঁকাবাঁকা পথের শেষে হাট দেখা যায় দূরে,
মন ভরে যায় ছোট্ট নদীর ছলাৎ ছলাৎ সুরে।
বিলেরজলে মাছের খেলা মাছ নিয়ে যায় চিলে,
দস্যিরাসব মাতোয়ারা পদ্মফোটা বিলে।
বৃক্ষ্তলে রাখালবাঁশি দেয় দোলা দেয় প্রাণে,
দখিন হাওয়ায় মনটা জুড়ায় শর্ষেফুলের ঘ্রাণে।
বিকের হলে সুর্যডুবে হলদে রঙা খামে,
টোনাটুনির গান শুনিয়ে নিত্য আঁধার নামে।
,
গাঁয়ে যেনো সুখেরপাখি কিচকিচিয়ে ডাকে,
হরহামেশা মানুষগুলো মিলেমিশে থাকে।