শুধু স্বার্থের ডোরে বেঁধেছিলে মোরে, ভালবাসা কিছু নয় -
সে বাঁধন টুঁটে দিয়েছি যে আমি বড় স্বার্থপরের পরিচয় ।
কোথা হতে এসে কামনার হাওয়া উড়ে যায় নদী তীরে!
খুঁজে নেয় চোখ আপন সিদ্ধি কোটি মানুষের ভীড়ে।
তুমিও তেমনি আমায় করেছ তোমার সুখের ভেলা
আর সৈকতে অবহেলা।
রুখতে পারেনি আপন ওজন তাই ঝরেগো বৃষ্টি শেষে
শ্যামল ভূখন্ডে এসে।
উষর মরুর কামনার তাপে জলকণা নিরুদ্দেশ -
ভালবেসে যদি বৃষ্টি নামে তবে কেন তার মরুবিদ্বেষ?
ভালোবাসে বলে গোলাপের গালে যদি চুমু দেয় মৌমাছি-
তবে কমলি ফুলে বাসা বাধে কেন পিপীঁলিকা দল আসি?
হয়ত আমারি মহাভুল – এই বুঝি ভালবাসার চিরায়ত সঙ্গা ।
ভালবাসে বলেই ওই দূর দিগন্ত ছুঁয়েছে আকাশের নীল জঙ্ঘা।
ভালবাসে বলে উত্থলিত যমুনা সাগরে দিয়েছে পাড়ি
ভালবাসে বলেই ক্ষুধিত বিহঙ্গ হয়েছে আকাশচারী।