বিশ্বনবী, তোমার অপমান সইবে না মুসলিমের মনে
বিশ্বনবী তোমার আদর্শে পরিপূর্ণ জীবন আসমান তলে,
মহানবীর আগমনে কাবায় মূর্তিগুলো লুটিয়ে পড়ে পদতলে,
হে রাসুল তুমি রয়েছো লক্ষ কোটি মুসলিমের স্বয়ণে স্বপনে।
আহম্মদের আগমনে মানব জাতি খুঁজে পেয়েছে ইসলামের মানে
মুহাম্মাদের অপমানে কাঁদে হাজারও নয়ন সকালে বিকালে,
ক্ষত হৃদয় তীব্র প্রতিবাদে ফুঁসে ওঠে দলে দলে,
ইমানের রক্তবর্ণ চক্ষু তরবারি চেয়ে থাকে নাস্তিকের গর্দান কাননে।
আখেরি নবীর ন্যায় উম্মতি প্রেমী নবী কোথাও নাহি পাবে ?
সারাটি জীবন কেঁদে গেছেন মুহাম্মাদ উম্মতের তরে!
যার জীবনে নেই কোনো পাপ, পূণ্য ভরা সবে।
মহানবীর অবমাননাকারী নাস্তিকরা যাবে জাহান্নামের তরে,
অনন্ত জীবনে আঁড়শের ছাঁয়াতল থেকে বঞ্চিত হবে।
মহানবীর ওপর ইমান এনে এসো মানব দলে দলে ইসলামের তরে।


ছন্দঃ অক্ষরবৃত্ত
অন্তমিলঃ কখখক:কখখক::গঘগ:ঘগঘ
গর্দান কাননে অর্থ = ঘাড় বা মাথা ও কাধের মধ্যবর্তী স্থান