বাস্তবতা বড়োই কঠিন মধ্যবিত্ত জানে
একটুখানি সুখের জন্য স্বপ্ন অঞ্জলি দেয় জলে,
অভাব অনটনে জীবন গড়ে দুঃখ-কষ্ট রেখে অন্তরালে,
অর্থ ছাড়া জীবন অন্ধকার মধ্যবিত্ত মানে।
অল্প বয়সে পরিবারের দায়িত্ব নেওয়ার সাহস লাগে মনে
মধ্যবিত্ত ছেলে বই পুস্তক ফেলে অন্ন জোগাতে চলে,
বাস্তবতার আড়ালে মেধাগুলো যায় বিফলে,
বাস্তবতা কঠিন হলেও এটাই সবাই মানে।
বেকারত্বে হারিয়ে যাবে  মধ্যবিত্ত যুবা বাস্তবতা তবে,
অধিকাংশ মধ্যবিত্ত জনগোষ্ঠী সৃষ্টি থেকে খেটে মরে,
হাজারো মধ্যবিত্ত স্বপ্নভাঙা যুবা কৃষক হবে।
এটাই বাস্তবতা ভবের এই দুনিয়া তরে,
মধ্যবিত্ত জনের কষ্ট বুঝিবে কি উচ্চবিত্ত সবে,
মুক্তি লাভের উপায় কি বল ? মধ্যবিত্ত যুবা তরে।


ছন্দঃ অক্ষরবৃত্ত
অন্তমিলঃ কখখক:কখখক::গঘগ:ঘগঘ