এই সমাজে ভালো মানুষ
থাকবে না আর বেঁচে,
থাকবো না আর সহজ সরল
গড়বো কঠিন ধাঁচে।
নিজের জীবন সস্থা করলে
দাম দেয় না কেহ,
বর্ণবাদে ভরা সমাজে
চায় সুন্দর দেহ।
মাদকদ্রব্য সেবন করলে
ভদ্র বলে লোকে,
টাকার গন্ধ লেগে থাকে
মর্ডান মেয়ের নাকে।
জেনে শুনে ভুল করবে
দোষ দেবে সবার,
পঁচা শামুকে পা কেটে
বদনাম রটাবে বাবার।
মনি মুক্তা ফেলে দিয়ে
কাঁচ কুরিয়ে নেবে,
কাঁচের কুঁচিতে অঙ্গ কেটে
দাগ লাগিয়ে যাবে।
নিজের ভুল বুঝবে ঠিকই
সময় ফুরিয়ে যাবে,
স্মৃতি গুলো স্মরণ করে
জিহ্বায় কামড় খাবে।
সময় থাকতে বদলে নাও
তোমার চলার রথ,
শরীলে দাগ লাগালে
পাবে না তো পথ।
বিঃদ্রঃ বাস্তব ভিত্তিক লেখা। ভুল ট্রুটি মার্জনীয়।