বাংলা সাহিত্য ধন্য আজ
নজরুল তোমার জন্য,
সাহিত্য সবার মন কেঁড়েছে
বিদ্রোহী কবিতার জন্য।
তোমার হাতের স্পর্শ পেয়ে
সাহিত্য পেয়েছে রস,
নজরুল তুমি এখনো আছো
বাংলা কবিতার বস।
যেখান থেকে বিতাড়িত তুমি
সেই খানেই ঘুমিয়ে আছো,
বাংলা সাহিত্যে কবিতা লিখে
অমর হয়ে আছো।
বাংলাদেশের জাতীয় কবি
জন্ম ভিন দেশে,
বাংলা সাহিত্যকে অমর করতে
এলে বাংলাদেশে।
কবিতা লিখে কেঁড়ে নিয়েছো
সাহিত্য প্রেমির মন,
মন হারিয়ে ঘুরে বেড়ায়
রাঙামাটি বান্দরবন।