কথাগুলো সত্য আজ,
মায়া বাড়ে চেহারায়।
সুন্দর নই বলে,
ভেসে গেলাম অবহেলায়।
এতোটা ভালোবেসে,
শুধুই পেলাম অবহেলা।
চাপা কষ্ট বুকের মাঝে,
মৃত্যু হোক এই অবেলা।
যদি যাই মরে,
অনেক খুশি হবে।
মধুময় স্মৃতিগুলো,
নিমিষেই ভুলে যাবে।
আমার মতো ভালোবাসে,
কাউকে পাবে না আর।
অনেক দুরে থাকবো তখন,
ফিরবো না তো আর।
আঁকাশ প্রাণে চেয়ে তুমি,
খুঁজবে আমার ভালোবাসা।
চোখের জল ঝরবে শুধু,
থাকবে না কোনো আশা।
বিঃদ্রঃ মৃত্যু হোক এই অবেলা= অকাল মৃত্যু