এক পা দু পা করে, এগিয়ে যাচ্ছি সবে
আখিরাতের প্রথম ধাপ কবরের পথে,
এই জগতে এসেছি মহানবীর উম্মত হয়ে
দুনিয়া থেকে বিদায় নিয়ে চড়বো স্বর্গ রথে।
"কবর" হলো স্বর্গ সুখ যদি নিতে পারে
ফরজ কাজ না করিলে স্বর্গ নাহি পাবে,
আল্লাহ'র ভয় যার অন্তরকে কুঁড়ে কুঁড়ে খাবে
"কবর" তার জন্য ফুলের বাগান হয়ে যাবে।
নবীদের সরদার যিনি, মহামানব বলে তারে জানি
যার সুপারিশে উম্মতগণ স্বর্গ জমিন পাবে,
এই জগতের শ্রেষ্ঠ মানব, পরকালের সুপারিশকারী
যার প্রেমেতে দোযোখের অনল হারাম হয়ে যাবে।
এই দুনিয়ার মায়া ভুলে পরকালের প্রস্তুতি নিব
শান্তির ধর্ম ইসলামের পথে এসো মানব দল,
সৎ কর্মে কপাল খুলবে অসৎ কর্মে মল
দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র আখিরাতে ফল।