কাঠগোলাপের রুপের মায়ায়
আটকে গেলো নয়ন,
শত রঙের ফুলের মাঝে
করতে পারছি না চয়ন।

যেইটা দেখি সেটাই সেরা
মন থাকছে না থেমে,
সুন্দরীদের পছন্দ হলেও
দাম পাচ্ছি না কমে।

কাঠগোলাপের রাজ্যে দেখি
তাহার কত ছবি আঁকা,
কিনতে গিয়ে দেখি
পকেট আমার ফাঁকা।

কাঠগোলাপের প্রেমে পড়েছি
কাছে একটাও নাই চারা,
কাঠগোলাপের রাজ্য হতে
শূণ্য হাতে ফেরা।

বিঃদ্রঃ ভুল ট্রুটি মার্জনীয়।