তিপ্পান্ন বছর পরে
ইতিহাস আসলো ফিরে,
শত সাঈদের রক্ত ঝরলো
কোটা বৈষম্য ঘিরে।
একাত্তরের পাক-হানাদার
তিপ্পান্ন বছর পরে,
চব্বিশেতে হায়েনা বেশে
ছাত্র পেলে ধরে।
সন্ত্রাসী নই, ছাত্র মোরা
সত্য আগে মানেক,
বৃষ্টির ন্যায় ছুঁড়তে বুলেট
রুখেনি তোদের বিবেক।
স্বাধীন দেশে পরাধীন আমি
অবরুদ্ধ মুখের ভাষা,
নীরব বিশ্ব দেখছে চেয়ে
ঘাতকের রক্ত চোষা।
বিঃদ্রঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের নির্বিচারে হত্যার প্রতিবাদে লেখা