এবার আমি শিওর
তুমি অন্য কারোর
সত্যি বলছি তাই
ভুল বুঝো না আমায়।

কথা বলো না ভিডিও কলে
দাও না কোনো ছবি
অনেক ভালোবাসো তুমি
কেমনে বুঝবো আমি।

অভিনয় করো তুমি
হয় আমার নাম
ভালোবাসলে করতে না
এমন কাম।

নিজেকে প্রশ্ন করো তুমি
ভুল বলেছি কি আমি
ভালোবাসার মানুষকে দেখা যায় না
কোন সংবিধানে লেখা।

ফেক আইডির প্রেমে পড়েছি আমি
দেখাও না তোমার ছবি
ধরা পড়ার ভয় তোমার তাই
ভিডিও কল দাও না আমায়।

আমি ছাড়া এমন কেউ নেই
ভিডিও কলে কথা বলে নাই
কথা বলতে আমারও ইচ্ছে হয়, পারি না বলতে
ফেক আইডির প্রেমের কারণে।

কেমন ভালোবাসা তোমার
দেখতে চাও না মুখ
কেমনে আসবে সুখ
আমার কপাল ভরা দুঃখ।

ছেড়ে যাওয়ার নোটিশ দাও
দেখতে চাইলে তোমায়
সত্যি কারের ভালোবাসলে
দুঃখ বুঝতে আমার।

কান্নাকাটি করি আমি
তোমার কথা ভেবে
ফেক আইডি না চিনেই
তোমায় ভালোবাসসি যে।

এতো কষ্ট দিলে তুমি
ফেক আইডি খুলে
জীবন আমার হারিয়ে যায়
ছ্যাকাখোরদের তালিকায়।

ছ্যাকা দিয়েছো তুমি
ট্রিট দিবো আমি
কেমনে ভাবলে তুমি
এতো পাষাণ নই আমি।

পাষাণ ছিলে তুমি
আমার মতো অবলারে
ফাঁদে ফেলে তাই
মজা নিলা তুমি।

কেমন ভালোবাসো তুমি
কোনো প্রমান দাওনি, সব দিয়েছি আমি
প্রমান চাইলে বলো তুমি,
আল্লাহ হাফজ- ভালো থেকো তুমি।