বড়াইগ্রাম কলেজে ভর্তি হলাম
দুঃখ ভরা মনে,
তোমায় দেখে মনটা আমার  
উষ্টা খেল ফুলের বাগানে।

তোমার খোঁজ নিতে চাইলাম
বিয়ে হয়ে গেছে,
অনেক কষ্ট লাগলো মনে
ভাগ্যে নাই বলে।

এতো সুন্দর দেখতে তুমি
যে কেউ পাগল হবে,
আমি হলে দোষ কি তাতে
সরল মনের ছেলে।

হঠাৎ করে খবর পেলাম
ঢপ মেরেছো তুমি,
বিয়ের কথা বললেও
সিঙ্গেল আছো তুমি।

তুমি এখনো সিঙ্গেল আছো
রং লেগেছে মনে,
তোমায় এখন বিরক্ত করবো
সকাল দুপুর রাতে।

আমার সাথে প্রেম করবে না
দেখতে কালো বলে,
কালো হলেও প্রেম করতে
সরকারি চাকুরি থাকলে।