চলনবিলের নরম মাটি
উর্বরতায় সেরা,
নরম মাটির কদর জানে
কুমোর পাড়ার ছ্যারা।
বর্ষাকালে চলনবিল
হাসে বন্যার জলে,
দর্শনার্থী গান বাজিয়ে
নৌকা নিয়ে চলে।
চলনবিলে ঘুরতে আসে
আনন্দ নিয়ে মনে,
নৌকা করে ঘুরে বেড়ায়
বউ বাচ্চা সনে।
চলনবিলকে এখন সবাই
বিলশা নামে চেনে,
নাটোর জেলার ঐতিহ্য
সারা বাংলা জানে।