মনের ভাষায় কবিতা লিখলাম
সেতো বুঝলো না,
প্রোফোস করলাম তারে আমি
উত্তর দিলো না।

হয়তো আমি যোগ্য নই
তাই উত্তর দিলো না,
মনের মানুষকে বিয়ে করা
সবার ভাগ্যে থাকে না।

সত্যি কারের ভালোবাসা
মনেই লুকিয়ে থাক,
সবার কাছে এখন আমি
ব্যর্থ দলের কাক।