লম্বা বাসটার জানালা দিয়ে মুখ বাড়িয়ে
পুরোনো ফেলে আসা পথ চিনে নিই
ডানদিক বামদিক করে মেলাতে চেষ্টা করি
আসলে আমার চারপাশে কেউ আমায় দেখেছিল কিনা
আমি আজও এই বাসেতেই উঠে বসে আছি
আর এই পথ চলে গেছে
আমায় রাশি রাশি হাওয়া খাইয়ে
কিছুক্ষনের স্তব্ধতা আসে আবার সব মিলিয়ে যায়
মনে পড়ে যায় আমার গতিপথে এখন আমি
অজস্র লোকাল বাসকে টেক্কা দিয়ে চলেছি
মাঝে মাঝে চোখ মুছে নেওয়ার আগেই
ঝাপসা দেখি নিজেকে
হটাৎ হাওয়া এসেছিল , হাওয়া চলে গেছে
একবার...দুবার...তিনবার আমি
মনে মনে চিৎকার করেছি
ধুলো ছুঁয়ে গেছে চোখ
চোখ দুটো খালি বসে আছে কিছুটা পিছুটান হাতে নিয়ে
এখনো মনে পড়ে যায়
হাওয়া এসেছিল , হাওয়া চলে গেছে