রাত যত বাড়ে গতি পায় আমার হাতে কিপেড
রুদ্রশ্বাসে ছুটে চলে মোহনার দিকে৷
আমার ক্ষুধার্ত চোখ প্রতিক্ষায় থাকে
শব্দের এক একটি ব্যজ্ঞনা খাবে বলে৷
পুরানো সব ব্যাঞ্জনায়
খুঁজে পাই শুধু খিদে মেটানোর আশ্বাস৷
সব মিলিয়ে জগা খিঁচুরি করে ঢেলে দিই
আমার স্কিনের পাতায়৷
কবিরা বলে কবিতা হয়নি এটা
হয়েছে সাজানো অভিধান৷