অন্ধকার ঘর
অন্ধকার । ঘর । প্রতিটি দেওয়াল । অন্ধকার । প্রতিফলিত হচ্ছে । একদিক থেকে আর একদিকে । নিঃশব্দ । রাত । ঘর । পাড়া । পাখাটা । অবিরাম ঘুরে চলেছে । সশব্দে । সশব্দে খেলে যাচ্ছে । আমার শব্দরা । কবিতায় ।
নীরবে । নিশ্চুপ । টেবিল ল্যাম্প । মুখ তুলতে চায়।অন্ধকার ভেদ করতে চায় । এলোমেলো । বইয়ের তাক । নীরবে মাথানত করে । অন্ধকারের কাছে ।