বই-এর ভাঁজে লুকিয়ে রেখেছিলাম ভোরের ভাবনাগুলো
জানালার বাইরে খেলতে দেখতাম প্রতিটি বিকেলকে
নিজের উজার করার অধীর অপেক্ষায় থেকেছি রোজ
তবুও খেলতে পারিনি বিকেল ভাবনাগুলোর সাথে
রাস্তার পাশে বাচ্চাদের খেলার শব্দ ভেসে আসে
এখনতো সব স্বপ্ন ভাবি পুরো শৈশবটাকে৷
শঙ্খ বাজে রোজ সন্ধার আগমণী বার্তায়
রোজ বিকেলের পদস্পর্শের শব্দ আর নতুন দেখায় না৷