রোজ ভোরে আসে আর যায়
শুধু দেখা যায় ওজনের ফারাক ৷
ভোরের কোকিল হয়ে আসে
ফিরে যায় পিঁপড়ের দলে ভিড়ে ৷
কখনও দেখি নর্দমার পাশে
কনখনও আবার রাস্তায় চাউমিনের থালা হাতে ৷
লক্ষ্য একটাই সাফাই করা ৷
সরকার বলে শিশু শ্রমিক
ওরা বলে পরশ্রমী ৷
লোকের চিড়ে ভেজানো কথায়
ওদের কিছু আসে যায় না ৷
ওরা চায় দুবেলা দুমুঠো ভাত ৷৷