মেদিনীপুর ২৪:০৪:১৬ রাত্রি ৭:৪১৷অনেকদিন ধরে ভাবছি৷আব্দুল কালামকে নিয়ে কবিতা লিখবো৷আর লেখা হয়ে উঠে না৷আজ লিখি৷কবিতায়৷আব্দুল কালাম৷
শব্দসূত্র : আব্দুল কালাম
মানুষকে ছাড়িয়ে৷ভগবানের উচ্চতায়৷ব্যর্থতা যার কাছে সাফল্যের চাবিকাঠি৷আর স্বপ্ন৷সেতো অন্য কিছু৷ঘুমোতে না দেওয়া ভাবনা৷সেই মানুষ৷আব্দুল কালাম৷কিছু বলার বাইরেও৷যিনি সবকিছু৷চির ছাত্র৷আর আগ্রহে ভরপুর৷বাণীগুলো বাণী নয়৷অভিজ্ঞতার কথা৷
আমি৷হয়তো৷অনেক কিছু জেনেও৷কিছুই জানিনা৷আব্দুল কালাম নিয়ে৷তবুও তার সৃষ্টিগুলো৷ছুঁয়ে ৷দেখতে চাই৷যদি...