কবি সুজিত মান্নার জন্ম ১৯৯৭সালের ২৩শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার খাসবাড় গ্রামে৷খাসবাড় হাই স্কুল থেকে মাধ্যমিক ,মেদিনীপুর টাউন স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে এখন বর্তমানে খড়গপুর কলেজে ইংরেজি নিয়ে প্রথম বর্ষের ছাত্র৷ক্লাস ফাইভ থেকেই কবিতা লেখা শুরু ৷বর্তমানে ২৫টির উপরে পত্র পত্রিকায় কলম ধরেছেন৷রঘূবংশ এবং প্রথম অনলাইন দৈনিক সাহিত্যপত্র বাংলা -য় নিয়মিত লেখেন৷এছাড়াও ওনার লেখা গল্প এরাজ্য ছাড়িয়ে অন্য রাজ্যেও প্রকাশিত হয়েছে৷সুজিত মান্না একজন i-যুগের কবি৷অন্তহীন পত্রিকার সম্পাদক
আলোচনাটি ১১১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৭/০৬/২০১৬, ০১:০৪ মি: