বসন্তের শেষের দিকে৷ গাছগুলোতে সবুজ পাতার আগমন৷নতুন প্রেরনা জোগায়৷কিন্তু ক্ষনস্থায়ী এই বসন্তের পরেই গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গেছে৷শুরু হয়ে গেছে অনাবৃষ্টি৷গাছের পাতাগুলো পরিনতি পেয়েছে৷কিন্তু বেড়ে ওঠার বাকী রসদটুকু হারিয়ে ফেলছে রোজ৷আর এর মধ্যেই তথ্য প্রযুক্তি যুগের ভাবনাকে কাজে লাগিয়ে নতুন পথ চলা শুরু করলাম৷এক নতুন পত্রিকা৷অন্তহীন৷যার কোনো সীমা নেই৷কবিতার পাশাপাশি তথ্যপ্রযুক্তি যুগের অন্যতম নতুন সৃষ্টি m-কোলাজ জায়গা করে নিয়েছে কবিতার পাতা থেকে কবিদের মনকে৷এটা একটা নতুন যুগ৷এক নতুন অধ্যায়৷আমাদেরকে অনেক কিছু নতুন করে ভাবতে হবে৷যুগটা তথ্যপ্রযুক্তির৷কাব্যচর্চার মধ্যে আধুনিকতা আনতে হবে৷যুগ এগিয়ে যাচ্ছে যুগের সাথে আমাদেরও আগিয়ে যেতে হবে৷এবং থাকতে হবে আপডেটেড৷শুধু সময়ের সাথে হারিয়ে যাওয়া নয় সময়ের থেকে খুঁজে নিতে হবে কবিতা৷কবিতা৷যার পথ থেমে থাকেনা৷সীমারেখার অপেক্ষা রাখেনা৷চলে অন্তহীন...
আলোচনাটি ১১২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৬/০৬/২০১৬, ১৬:৩৬ মি: