১.
উন্মাদ আর ঝঞ্ঝার লাঠি সরাতে কলমের প্রতিবাদ
উঠে এসেছে বিন্দু বিন্দু অধিকার খুঁজতে
মহাভয় যেখানে থেমে আছে আর
নজরুল দাঁড়িয়েছে আরও আরও অধিকার চিনে নিতে
আর বাকিটুকু নিয়ে এখন আমরা ইতিহাস...

২.
ভেসে থাকা প্রতিটি বিন্দু প্রতিবাদ আজও বেঁচে আছে
সময়  কবিতা আর বিদ্রোহের মাঝে হয়তো আজও
তোমার ইচ্ছেগুলো রঙিন সবই বিবর্ন শুধু সময়
কবিতা গানে ভরপুর প্রতিবাদ নজরুল মনে প্রানে
তবুও আজ শুন্য এ বুক অন্তহীন প্রতিক্ষায়....