স্বাধীন ভাবে বাঁচতে মুক্ত আলো চাই
তাইতো আজ শুধু বিজয়ের গান গাই
চাই না গুম-হত্যা আর দুর্নীতি-রাহাজানি
সুখ-শান্তিতে ভরে উঠুক আমার বঙ্গ মায়ের বদনখানি ।
সুশিক্ষায় শিক্ষিত হতে জ্ঞানের আলো চাই
উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজ পণ করি তাই
চাই না অশিক্ষা-দারিদ্রতা আর অশুভ ছাত্র-রাজনীতি
সোনার বাংলা মাথা উঁচু করে দাঁড়াক এই হোক প্রতিজ্ঞা-গীতি ।
সুন্দর মনের মানুষ হতে মুক্ত চিন্তা চাই
প্রেম-ভালবাসা আর সততার বিকল্প কিছু যে নাই
চাই না হিংসা-বিদ্বেষ আর মানুষের মাঝে বৈষম্য-রেষারেষি
সকল ধর্মের মানুষ এক হয়ে দেশ গড়তে এগিয়ে আমরা আসি ।
সুস্ত সবল দেশ গড়তে একতার আলো চাই
একসাথে দেশ গড়তে সবাইকে যেন পাই
চাই না মরনঘাতি মাদক-তামাক আর ধর্ষণ-লুণ্ঠন
সুন্দর একটি বাংলাদেশ গড়তে নবীন-প্রবীণ সবাই করি পণ ।
মাথা উঁচু করে বাঁচতে সংগ্রামের আলো চাই
জীবন সংগ্রামে আমরা তাই লড়াই করে যাই
চাই না তীব্র জনসংখ্যা-যানজট আর বেকারত্ব-বাল্যবিবাহ
আদর্শ সমাজ গড়তে সচেতন হয়ে ঝেরে-মুছে ফেলি সব সমস্যা-কলহ ।
উন্নয়নশীল একটি দেশ গড়তে সম্ভাবনার আলো চাই
এখনি তো সময়, তরুন-যুবক সবাই ছুটে আই
চাই না অর্থনৈতিক-প্রযুক্তি সমস্যা আর অনুন্নত যোগাযোগ-মানদণ্ড ব্যবস্থা
স্বাধীনতার একতা নিয়ে দেশকে সম্রিধীর পথে নিতে, করতে হবে সবার দৃড় তপস্যা ।।