কেন এত অস্থির আমার বঙ্গ মায়ের রক্ত ভেজানো অঙ্গ আজ
গুম-হত্যা আর রাহাজানি-ধর্ষণ আর কত ঘটেছে বর্বর জঘন্য কাজ ।
স্বাধীন হয়েও আজ পরাধীন, চোখ-কর্ণ থাকতেও আজ অন্ধ বধীর,
হতাশার এই গ্লানি মুছে কবে গড়বো সেই সবুজ সুনালী স্বপ্নিল নীর ।
সোনার বাংলা আজ ধর্মান্ধ হয়ে ডুবেছে মৌলবাদের রাহুগ্রাসে
আলোকিত মানুষগুলোও নিঃশেষ হচ্ছে ওই নর পশুর মরন ত্রাসে ।
স্বাধীনতা আজ মুখ থুবড়ে জন্ম দিয়েছে জীবন রক্ষার অনিশ্চিত ভয়
তবুও স্বপ্ন বাঁধি ঘুর আমাবস্যা কেটে একদিন হবেই মুক্তচিন্তার জয় ।
কবে হবে ধর্ম-বর্ণ নির্বিশেষে একাত্মার জন্মভূমি স্বাধীন বাংলাদেশ
যেখানে থাকবে না হিংসা-বিদ্বেষ, থাকবে না এক বিন্দু মাত্র রেষ ।
কুৎসিত রাজনীতির জাঁতাকলে আর পিষ্ট হবে না আমার মা, ভাই-বোন
নতুন স্পন্ধনে আজ আলোভরা স্বপ্ন অটুট হোক বাংলা মায়ের বন্ধন ।
রক্ষিত স্বাধীনতা যেন না হয় পরাধীনতা, এটাই হোক আমাদের প্রতয়
তরুণদের শুভশক্তি দুর্নীতিকে করবে জয়, উঠবে গগনে নতুন সূর্যোদয়।
সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক আমার বঙ্গ মায়ের রক্ত ভেজানো অঙ্গময়
ভালবাসার হবেই জয়, রবে না আর ভয়, সুখ শান্তি যেন সদা সবার অন্তরে রয়।