লাল শাড়ির লাল আচল তোমার, ভীষণ সুন্দর লাল এ রঙ
প্রস্ফুটিত লাল গোলাপ ফুলের চেয়ে ও সুন্দর
তাইতো ভালবাসার রঙ ও আজ লাল হয়ে এ হৃদয়ে ফূটেছে কৃষ্ণচূড়া।
লাল শাড়িতে তোমার লাল টিপ, পলাশের মতই লাল
যেন প্রভাতের লাল সূর্যের চেয়ে ও সুন্দর
তাইতো হৃদয়ের সব অনুভুতিগুলো রঙিন হয়ে এঁকেছে লাল আলপনা ।
লাল শাড়িতে লাল চুরি আর মেহেদী রাঙা লাল তোমার রাঙা হাত
যেন রক্তিম ওই লাল আকাশের চেয়ে ও সুন্দর
তাইতো বেদনার নীল আকাশে আজ উঠেছে ভালাবাসার রংধনু ।
লাল শাড়িতে তোমার লাল ঠোঁট, রক্তজবার মতই লাল
বসন্ত দিনে শিমুলের ওই রক্ত কবরীর চেয়ে ও সুন্দর
তাইতো কল্পনার সব রঙ আজ স্বপ্নিল হয়ে জীবন ভেসেছে রঙিন উচ্ছাসে
লাল শাড়িতে তোমার লাল মালা, সিদুর রাঙা লাল এ রঙ
দীঘির জলে সদ্য ফুটা লাল পদ্ম ফুলের চেয়ে ও সুন্দর
তাইতো প্রেমের সব রঙ আজ এক সুতোয় বেধেছে লাল গুলাপের মালা।