অচেনা শহর
-সুজিত লুইস গমেজ
নিজ ভিটামাটি ছেড়ে, সহস্র মাইল পেরিয়ে
কত শত স্মৃতি আর মায়ার বন্ধন এড়িয়ে
সুখের আশায় কিংবা অজানা স্বপ্নের ঘোরে
বেঁধেছি মোর ঘর, দূরের এই অচেনা শহরে ।
ইট পাথর ঘেরা দূরের এই অচেনা শহরে
সুখ-দুঃখ যেন সব সাজানো থরে-থরে
কত শত কোলাহল আর ব্যস্ততায় ভীরে
নিয়তই সুখ খুঁজি ফিরি, এই অচেনা শহরের নীড়ে।
দুরের এই অচেনা শহরে, সবই যেন কেমন ধূসর
আমারও মাটির দেশের মতন নয় যে এই শহর
এই শহরের নানান ভাষা, মিটাই না মনের আশা
কেমন করে ভুলি আমি, মধুর আমার মায়ের ভাষা
এই শহরেও আছে ভাঙা -গড়া, বেদনা ও সুখে ভরা
মস্ত এই শহরে, নয়কো সোজা সুখকে ধরা
এই শহরের মানুষেরা, সুখের মাঝেও দিশেহারা
আধিপত্য-বৈষম্যের বেড়াজালে, হচ্ছে তারা ছন্নছাড়া।
জানি এই শহর, নয় তো আমার আপন শহর
তবুও মিথ্যে মায়া পুষি, ব্যথিত বুকে ভাসাই কষ্টের বহর
চিঠি আসবে, কাটবে একদিন অপেক্ষার প্রহর
বুভুক্ষু হৃদয় ও অতৃপ্ত বাসনায়, ছাড়বো এই অচেনা শহর।