এই জগৎ সংসারে আমি, কারে মানুষ কই
আসলে আমরা তো কেউ, আসল মানুষ নই
কি অকাল পড়েছে এই মানুষ্য মেলায়
মানুষ আছে ভুরি ভুরি,সত্য মানুষ নাই।

আল্লাহ কিংবা ঈশ্বর বলো, ভগবান কিংবা প্রভু
একই অসীম মহাশক্তিধর, কেউ দেখিনি কভু
তবুও ধর্মের নামে ভেদাভেদ,হিংসা-রাহাজানি
এই যুগে সত্য ধর্মের বাণী কজন -ই -বা মানি।  

বিধাতা করিয়াছেন সৃষ্টির, সর্ব সেরা মানুষ
দিব্যজ্ঞান খুয়ে, মানুষ, হয় কেন অমানুষ?  
এই জগতে যার আছে বেশি, সেই মস্ত মানুষ
অহংকারের গরিমায় তারা, হারায় যে হুশ।

হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রীষ্টন সবাই আমরা মানুষ
তবুও মনুষ্যত্ব ভুলে, করছি পাপ,অনাচার -দোষ
অন্যের ভালো দেখিলে মানুষের থাকেনা হুশ
পরচর্চা আর প্রতিহিংসায় মত্ত সদাই মানুষ ।  

কৃষ্ণ কিংবা বুদ্ধ বল, মুহাম্মদ আর যীশু
ধন-সম্পত্তি, অহমিকা, সাথে যাবে নাকো কিছু ?
ভদ্র লোকের মুখোশের আড়ালে, আমি ভালো মানুষ
নিজ স্বার্থ, খ্যাতি লভিতে সদাই বেহুঁশ।  
  
এই জগৎ সংসারে, বড়ই আজব মানুষ
আত্মার অমরত্ব লাভে, চলে না কোনো ঘুষ।  
সত্যকে লালন করিলে হবে সতত কল্যাণ
পরের অনিষ্ট করিলেই আসবে ঘন তমসার বাণ।  

ক্ষনিকের জীবনে মনুষ্যের যদি, কর্ম হয় ভালো
অন্তহীন দিগন্তে জ্বলবে, সেই জীবনের আলো
সবার উপরে মানুষ সত্য -যে যা-ই বলুক
মানব ধর্ম না করিলে, মিলবে না -তো সুখ।  

এই জগৎ সংসারে আমি, কারে মানুষ কই
অন্তর শুদ্ধ না হলে, আমরা আসল মানুষ নই
কি অকাল পড়েছে এই মানুষ্য মেলায়
আধুনিকতার যুগে এখন,সত্য মানুষ নাই।