পৃথিবীর কোণায়-কোণায়, অলিতে-গলিতে, পাহাড় -চূড়ায়,
কোথাও যেন আজ এক বিন্দুও শান্তি নেই...
সিরিয়া থেকে সোমালিয়া , কিংবা রোম থেকে রোমানিয়া
আইফেল টাওয়ার বা স্ট্যাচু অব লিবার্টি কিংবা ক্রাইস্ট দ্য রিডিমার
কোন কল্পপুরীতেই আজ সুখের কোন চিহ্ন নেই বিন্দুমাত্র
যেখানেই চোখ যায়, সেখানেই যেন প্রকম্পিত মৃত্যুপুরী
বাতাসে মিশ্রিত বিষবাষ্প আর সহস্র প্রাণের বাঁচার আকুতি
মুখোশে ঢাকা পরেছে মুখমণ্ডল, মানুষ-মানুষে বেড়েছে দ্বিধা-দূরত্ব
শকুনেরা হানা দেয় নির্দ্বিধায়, বিনা যুদ্ধেই আজ কতশত গণকবর
তাহলে কোথায়? কোথায় গিয়ে একটু শান্তি মিলবে?
কোথায় আর দেখতে হবে না অশ্রুতে ভেজা শত কফিনের কষ্ট
কোথায় আর দুঃস্বপ্নের কালো তালিকায় গুণতি হবেনা লাশের
তাহলে কোথায়? কোথায় গিয়ে মিলবে একটু শান্তির পরশ
কোন গহীন বনে ঘর বাঁধলে, দেখা মিলবে সেই সুখ পাখিটির?
সবই যেন আজ উলট-পালট, অনিশ্চিত আর ঘোলাটে
তাই কোথাও যেন আজ এক বিন্দুও শান্তি নেই !
মিশরের নীল নদ থেকে দ্বীপের নগর ভেনিস কিংবা ভূস্বর্গ কাশ্মীর
লোকারণ্য টাইমস স্কয়ার থেকে লন্ডন আই কিংবা স্বপ্নের নগর প্যারিস
সবখানেই নিশ্চুপ শীতলতায় থমকে গেছে জীবনের কোলাহল
মানুষ আজ দিশেহারা, ঘুনপোকা যেন কামড়ে খাচ্ছে পৃথিবীটাকে
পৃথিবীর বুকে চিরে যেন বয়ে যাচ্ছে খরস্রোতা প্রবঞ্চনার জলপ্রপাত
মানুষে-মানুষে কোন্দল, সাদা -কালো চামড়ায় বৈষম্যে নিষ্পেষিত প্রাণ
আলোয় ভরা চারিদিকেও যেন নিস্তব্ধ, স্বপ্নহীন আঁধারে ঢাকা
তাহলে কোথায়? কোন প্রশান্তির নীড়ে গেলে মিলবে একটু শান্তি ?
কোথায় এ অতৃপ্ত মনের পরিতিপ্তি মিলবে চিরতরে
কোন সমুদ্রের অতল গহ্বরে মিলবে, হারিয়ে যাওয়া সেই অমূল্য মুক্তা?
কোথাও যেন নেই আজ সমতা, মানুষের জন্যে মানুষের পরিছন্ন ভালবাসা
কোথাও যেন আজ এক বিন্দুও শান্তি নেই !
হিমালয় পর্বত থেকে আল্পাস, কিংবা মহাপ্রাচীর থেকে মাচুপিচু
চিচেন ইৎজা থেকে কলোসিয়াম কিংবা ভালবাসারা নিদর্শন তাজমহল
কোন আশ্চর্য স্থানেও আজ বিস্ময় দেখার জন্যে মানুষের পদধূলি নেই,
সব শান্তির ছায়াতলেই যেন ছড়িয়ে গেছে প্রযুক্তির রাক্ষসী ভাইরাস
অর্থ-প্রতিপত্তি, নাম, যশ-খ্যাতির লালসায় আজ কলুষিত পৃথিবী
রক্ত পিপাসু কিছু হায়নার দল ক্ষমতার বড়াইয়ে চুষে নিচ্ছে মানুষের রক্ত
এতোদিনই যারা রক্ত চেয়েছিল, এই বাস্তবতায় কি নয় তার নির্মম অভিশাপ?
হিংসা, বিদ্বেষ আর বর্বরতার অন্তিম শয্যায় আজ মানবতা,
তাহলে কোথায়, কোথায় গেলে মিলবে একটু নিঃস্বার্থ উদারতা
কোথায় গিয়ে মিলবে অতি সস্বচ্ছ হৃদয় গড়া মানুষের আতিথেয়তা
কোথায় এই উষ্ণ, জীর্ণ হৃদয়ের আঙ্গিনা ফিরে পাবে একটু আদ্রতা
কোথাও আজ নেই নিঃস্বার্থ ভালবাসা, নেই ঈশ্বরভক্তি ও এক তিল বিশ্বাস!
কোথাও যেন আজ নেই এক বিন্দুও শান্তি
মক্কা থেকে মদিনা কিংবা পবিত্র নগরী ভ্যাটিকান সিটি থেকে প্যালেস্টাইন
মন্দিরের শহর বেনারস কিংবা শান্তির নগর রোম
পৃথিবীর পুরো মানচিত্র জুড়েই আজ শোকের মাতন
নাস্তিকতা, সমকামী আর নেশাগ্রস্তদের দলের পাল্লা আজ ভীষণ ভারী
অ্যাটম, সাবমেরিন, হাইড্রোজেন বোমার হুংকারে পৃথিবী আজ আতঙ্কিত
খুন-রাহাজানি, আপহরণ, ছিনতাই, আর ধর্ষণই এখন পৃথিবীর ভূষণ
পৃথিবী যেন আজ মানুষের পাপের ভারে ক্লান্ত, বিষণ্ণ ও বিধ্বস্ত
তাহলে কোথায়, কোথায় গিয়ে এ দুর্বিষহ জীবন খুঁজে পাবে শান্তি?
কোন বনের বনবাসী হলে মিলবে এই পাপে ভরা সভ্যতা থেকে পরিত্রাণ
কোথায় গেলে থাকবে না কোন মরিচিকার মিথ্যে মোহ, মায়া আর অভিশাপ
আর কত প্রহরের পর বিধাতা এই শুষ্ক মরু ও পাথরের বুকে ফুল ফোটাবে
শুধু কি অপেক্ষা নাকি এভাবেই একদিন নিঃশেষ হবে সবকিছুই।
কোথাও, কোথাও নেই আজ এক বিন্দুও শান্তি ...
সাইবেরিয়া থেকে সার্বিয়া কিংবা বরফের দেশ আন্টার্টিকা থেকে আইসল্যান্ড
ক্যাঙ্গারুদের দেশ অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা কিংবা পিরামিডের দেশ মিশর
পুরো বিশ্ব জুড়েই আজ হতাশা আর নিরাশার কালো ছায়ায় আচ্ছাদিত
ধর্মান্ধ জল্লাদেরা, ধর্মকে রাজনীতির জাতাকলে পিষছে নর-মাংস
রক্তখেকো সন্ত্রাসিরা মেতে আছে ধ্বংসযজ্ঞে আর উন্মাদনার উল্লাসে
হাজারো লাশের উপর দাঁড়িয়ে স্বার্থন্বেসীরা গড়ছে কালো টাকার পাহার
সূর্যের চারিদিকে যেন পৃথিবী নয়, দুর্নীতির ঘূর্ণিপাকে ঘুরছে আজ পৃথিবী,
তাহলে কোথায়, কোথায় গেলে মিলবে পাপমুক্ত একটি পৃথিবী
কোন অন্তঃপুরে গেলে মানুষ আর গড়বে না অন্ধকারের পাপের সাম্রাজ্য
কোথায় আর থাকবেনা ধর্মের-বর্ণের বৈষম্য, থাকবেনা মিথ্যে বিত্তের অহংকার
কোথায় মানুষের অন্তর ভরে উঠবে শুদ্ধতায়, সততায় আর উদারতায়
মানুষ আর বিচ্যুত হবে সত্যের বাঁধন থেকে, মনুষ্যত্বের হবেই জয়
ওই দিনের অপেক্ষায়ই পৃথিবী চেয়ে আছে মানুষের দিকে
হয়তো বা সবকিছু নিঃশেষ হলেই মিলবে শান্তি
কোথাও, কোথাও নেই আজ এক বিন্দুও শান্তি ...
...কবিতাটি লেখা ..july 19, 2020 ...