ক্ষমা কর হে মহা বীর
-সুজিত লুইস গমেজ
আমি স্বচক্ষে দেখিনি-
রেসকোর্সে বঙ্গবন্ধুর অগ্নিঝরা ভাষণ
তবে দেখিছি, আজও একটি জাতি স্বাধীন হয়েও পরাধীন
যে বিপ্লবী নেতার বজ্রকণ্ঠের আওয়াজে
বাঙ্গালীর রক্তের প্রবাহে মুক্তির নেশা টগবগিয়ে ফুটেছিল
সেই লাখো শহীদের তাজা রক্তের বিনিময়েই আমরা স্বাদ পেয়েছি স্বাধীনতার
কিন্তু আজও কিছু নিমকহারাম সেই মহান নেতার সত্ত্বাকে কালিমা লেপন করে
হায় স্বাধীনতা, আমরা ভুলে গেছি এই ধরিত্রীর প্রতি তোমাদের অবদানের কথা।
আমি স্বচক্ষে দেখেনি-
মহান একাত্তুরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ
তবে দেখিছি, স্বাধীন দেশেও একদল ধর্মান্ধরা বিদ্রোহ করে পরাধীনতার
রাতের আঁধারে হানা দিয়ে তাঁরা গুড়িয়ে দিতে জাতির পিতার ভাস্কর্য
রাজাকার, আল-বদরদের প্রেতাত্মারা যেন জেগে উঠেছে আবার
ধর্ম-কর্ম জাত-পাতকে পুঁজি করে তো মহান স্বাধীনতা আসেনি ?
জাতির পিতা জন্ম না হলে, এই দেশ কি পেত স্বাধীনতা !
হায় স্বাধীনতা, আমরা ভুলে গেছি এ মাটির প্রতি তোমার শত আত্মত্যাগের কথা ।
আমি স্বচক্ষে দেখিনি-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী সেই মহান বীরকে
তবে দেখিছি, ত্রিশ লক্ষ বীরের সেই মহা বীরের আত্মারা শান্তিতে নেই
অন্ধ ও উগ্রবাদী গোষ্ঠীরা এখনো বলে পাকিস্থানিরা আমার ধর্মের ভাই
শকুনের দলেরা অসাম্প্রদায়িক চেতনায় বাংলার স্বাধীন মাটিতে করতে চায় শাসন
এমনতো স্বপ্ন ও স্বাধীনতার বীজ বপন করে যাননি বীরেরা
এজন্যই তো দুঃসহ নিপীড়ন ও বন্দিত্বের যন্ত্রণায় কাটায়নি প্রহর অন্ধকার সেলে
হায় স্বাধীনতা,আমরা ভুলে গেছি দেশের প্রতি তোমাদের ভালবাসার দৃষ্টান্তের কথা
আমি স্বচক্ষে দেখিনি-
সাদা পাঞ্জাবি, কালো কোট আর মোটা কালো ফ্রেমের চশমা পরা সেই ফেরেস্থাকে
তবে দেখিছি, তোমার খুনিরা আজও তোমার স্বপ্নের বাংলাকে করতে চায় খুন
এখনো স্বাধীন দেশে মুখোশের আড়ালে ঘুরে বেড়ায় রাজাকারেরা
তাহলে আমরা কি লজ্জিত নাকি ব্যর্থ বাঙ্গালী জাতি?
ক্ষমা কর হে মহাবীর,আমারা কেড়ে নিয়েছি তোমার প্রাণ,হত্যা করছি তোমার স্বপ্নকে
আমারা পারেনি তোমার মত করে এই বাংলা মাকে ভালবাসতে
হায় স্বাধীনতা, আমরা ভুলে যায় তোমার আদর্শ, তোমার সম্মান বিশ্বময় ।।