আমি দিবানিশি খুঁজি তোমায়, করি তপস্যা,আরাধনা
এতো সহজে নইরে ধরা, তাকে
ওরে ব্যাকুলমনা...
বলো হে দয়াল, কাহার মাঝে খুঁজি তোমায়
কোথায় গেলে যে তোমাকে পাই
পাহাড়-পর্বত, মন্দির-মসজিদ
কোথাও যে তুমি নাই।
মন যে আমার ভবঘুরে
ঠিক থাকেনা ভিতর বাইরে
আমার ডাকে দাওগো সাড়া
তুমি বিনে সর্বহারা।
সাধন ছাড়া এই হৃদয়ে
ঠাঁই হবে না তোমার চরণে
তুমি দয়াল মোর নিত্য
তুমি জীবনের চির সত্য।
তোমার প্রেমে পাগল আমি
তুমি আমার অন্তযামী
অধম পাপিষ্ট আমি ডাকি দয়াল
ক্ষমা কর সকল পাপ ভিখারী কাঙ্গাল।
আমি দিবানিশি খুঁজি তোমায়, করি তপস্যা, আরাধনা
এতো সহজে নইরে ধরা, তাকে
ওরে ব্যাকুলমনা।