কল-কলাইয়া পানি আসে
আমার দেশের মানুষ ভাসে  
যেদিক তাকাই সেদিকেই জল
ধেঁয়ে আসছে বানের ঢল ।

কোথাও যে নাইরে ঠাঁই
এখন সবে কোথায় যাই
সব কিছুই যাচ্ছে তলে
গরু-বাছুর দলে দলে ।

কাটে দিন অনাহারে
বানের পানি শুধুই বাড়ে
ওরে বান তুই সর্বনাশী
নিয়েছিস গিলে সর্বগ্রাসী ।

বৃদ্ধ কাঁদে শিশু কাঁদে
সবাই যে আছে মরণ ফাঁদে
বানের জলে স্বপ্ন ভাসে
চোখের জলের করুণ ত্রাসে

মরার উপর খাঁড়ার ঘা
ওরে বান, তুই চলে যা
আর কত গিলবিরে ঢল
মুছিয়ে দে সবার আঁখিজল।