এক যে ছিল রাজার পুরী
জোড়াসাঁকো ধাম,
সবার চেনা সেই পুরীটা
ঠাকুরবাড়ি নাম।
সেই বাড়ির এক রাজার ছেলে
করল বিরাট কাজ সে যে,
অবলীলায় করল কেমন
বিশ্বভুবন মাত সে যে।
ছিল না তার জাদুর কাঠি
কিংবা তেজি ঘোড়া,
ছিল তার কাগজ কলম
কবিতা,গান,ছড়া।
এসব দিয়েই জয় করল
বিশ্বময় হৃদয় সবার,
সবাই আজ চেনে তাঁকে
রবীন্দ্রনাথ নামটি তাঁর।