ভালোবাসি তাই মৃত্যুর কাছে যাই
চুম্বন নিয়ে ফিরে আসি
তুমি এসব অস্বীকার করতেই পারো
তবু ভালোবাসি তাই মৃত্যুর কাছে যাই।
নৈঃশব্দ্যের ও একটা ভাষা আছে
হয়ত তোমরা তা জানোনা
হয়ত বা মানোও না
সুর ভালোবাসি তাই মৃত্যুর কাছে যাই
মৃত্যুর সারা শরীরে জীবনের স্রোত
অনাবিল বহতা নদীর মত
স্নান করে স্নিগ্ধ হই
তাই ভালোবাসি তাই মৃত্যুর কাছে যাই
জীবনের সবটুকু প্রাপ্য নিতান্ত অনিচ্ছাতেও
এখন মৃত্যুর শীতল করতলে
তবু ও এখনও ভালোবাসি
তাই এখন মৃত্যু আমার কাছে আসে।