জনপ্রিয়তা কবি বা কবিতা কোনোটারই গুণমান নির্ণায়ক হতে পারে না। কারণ কবিতা আদপেই কোলাহলের শব্দ নয়,বরং তা নৈঃশব্দ্যের ভাষা ;আর নৈঃশব্দ্যের সঙ্গে কোলাহল বা জনপ্রিয়তার বিপ্রতীপ সম্পর্কের কথা কারই বা অজানা।অধিকাংশ কবিরাই তো নির্জন পথের পথিক; ক'জনই বা শক্তি চট্টোপাধ্যায়ের মত হুল্লোড়ে হন বা রবীন্দ্রনাথের মত বাজারের প্রয়োজনে বিখ্যাত। অবশ্য এখন দিনকাল বদলেছে টাকা এবং প্রচারের জোরে আজকাল সকলেই কবি।তবু পাঠকের মন আর দৃষ্টিকে ফাঁকি দিতে পারে এমন জোর বোধকরি তাদেরও নেই।আমাদের বাংলা-কবিতা ডট কম এর সার্থকতা বোধকরি এখানেই; সরাসরি পাঠকের কাছে পৌছে যাওয়ায়।
কবিকে প্রকাশক বা বিনিয়োগের অপেক্ষায় বসে থাকতে হয় না,আদপে তা কবির কাজও তো নয়।কবি তো বিখ্যাত হবার জন্য লেখেন না তিনি লেখেন অন্তরের তাগিদে,বিখ্যাত হওয়াটা তো উপরি পাওনা কারো কারো কাছে ধর্তব্যের মধ্যেই নয়।