পদ্মা দিয়ে জল বয়ে গেছে কত
কত প্রাণ,কত স্বপ্ন গিয়েছে ভেসে,
তারারাও আজ হয়ে আছে যেন ম্লান
দুই বাংলা তবু উজ্জীবিত একুশে।
রক্ত দিলে রফিক-বরকত
রক্ত দিলে জব্বার-সালাম,
মাতৃভাষার মান রাখলে
ভাষাশহীদ তোমাদের সেলাম।
আজকে যখন অবগাহন
পরভাষার বেনোজলে,
মানহারা হয় মাতৃভাষা
অশ্রু তার আঁখির কোলে।
অক্ষম্য অপরাধ জানি
তাই করি আজ অঙ্গীকার,
আজ থেকে মানবো সবাই
বাংলা মোদের অহঙ্কার।