হেরে যাবো সেই ভয়ে লড়িনি
অতএব বেঁচে আছি,মরিনি
মাঝেমধ্যে চিমটি কাটি হাতে।
জানি এ আগুনে তাপ,আলো নেই
তবু অভ্যাসের বশেতেই
আগুন জ্বালিয়েছি শীতরাতে।
তবে আগুনের এক ধর্ম আছে,
অসতর্ক গেলে কাছে
করে সে তার ধর্ম পালন।
জ্বালিয়ে দেয় নির্বিশেষে,
সামান্য অথবা বিশেষে
তার সে ধর্মের নাম দহন।
হারার ভয়কে জয় করে তাই
করব শুরু এবার লড়াই,
লড়াই করাই মানুষের ধর্ম।
ভয় নেই হারা জেতার
সাহস হোক তলোয়ার,
মানুষই হোক মানুষের বর্ম।