আজ পরন্ত এই বিকালে হঠাত্ তোমার কথা পড়লো মনে
তোমার কথায় না জানি কেন আজো জল জমে ওই চোখের কোণে
তুমি ও কি কখনো ভাবো আমার কথা ? কি জানি,
এই ছয় বছরে একটা ফোন ও তো করোনি কখনো
যদি ও নাম্বারটা আমি বদলে ফেলেছি
তোমার নাম্বারটা আজো একই আছে জানি
তবু আমি ও করিনি, করা হয়নি,
একদিন ছিলো যখন সারাদিন
তোমায় ফোন করাই ছিলো আমার কাজ
ঘন্টার পর ঘন্টা ফালতু বকে যেতাম তোমার সাথে
চুপ করে আমার সব কথা তুমি শুনতে,
মাঝে মাঝে আমাদের বন্ধুত্বের দিন গুনতে
সেই তুমি, সামনে দেখলে হয়তো কথাও বলতে পারবো না আজ
অথচ, তোমার সাথে জড়িত সব তারিখ আছে আজো মনে
তোমার জন্মদিন, বিয়ের তারিখ, তোমার বউয়ের জান্মদিন,
জানো ? বিয়ের দিন তোমার বউকে না খুব সুন্দর লাগছিলো
আমি থাকলে তোমার সাথে হয়তো এত ভাল মানাতো না
ছ বছর পরে, আজো কি সব যে আমি ভাবি ?
না অনেকটা সময় দিলাম তোমায় আজ
এক্ষুনি আসবেন উনি অফিস থকে, এখন অনেক কাজ
মাঝে মাঝে ভাবতে তোমায় ভালো লাগে
মনে হয় আজো বন্ধু আছি, যেমন ছিলাম আগে
তোমার সাথে কাটানো সেই সব দিনগুলো মনে করে,
হঠাত্ এলো মুখে এক আলতো হাসি
তবে এখনো কি তোমায় ভালোবাসি ?
বাসলেই বা কি ?
তোমার সাথে দূরত্বটাই হয়তো
আজ জীবনের সবচেয়ে বড় পাওয়া,
ক্ষতি কি বলো, নাই বা পূর্ণ হলো জীবনের সব চাওয়া
আজ আসি, আবার কোনো একদিন আসবো একাকীত্বের হাত ধরে
ভালো থেকো ..................।
পুন : কোনো মেঘ একবার চলে গেলে ভেসে
সেই মেঘ আবার কি কখনো ফিরে আসে ?