ভোলাবো কেমন করে এই মনটারে আমি
কেমন করে ভুলব আমি তারে
চেয়েছি যারে জীবনে একটিবার
যারে হারিয়েছি আমি বারে বারে।
ভুলিতে চাহিলেও যারে ভুলিতে না পারি
তারই কথা শুধু মনে পড়ে
আমার জীবনে যার অস্তিত্বও নাই
যারে হারিয়েছি আমি চিরতরে।
কিবা দোষ আমি দেব তার
হয়তো বা সেও ছিল নিরুপায়
তার থেকে কভু চাইনি যে তারে
চেয়েছি তারে শুধু কবিতায়।
নিশব্দে নীরবে মোর অন্তরে রবে সে
জানিবে না কেহ তাহারি কথা
কাঁদিবো তবু অশ্রু বহিবে না কভু
রয়ে যাবে শুধু অজানা মরমেরও ব্যাথা।
যারে দিয়েছি উজাড় করে এই মন
তারে ছাড়া আর ভালোবাসিবো আমি কারে
ব্যাথার মাঝে যারে কাছে পাই
পাওয়ার ছলনায় হারিয়েছি আমি যারে।