হে চারণশীল পিঁপড়া
আপনার দর্পনে যা এসেছে
তা অমোঘ সত্য
কিছু গৃহপালিত কালোমেঘকে
আড়ালে রাখতে গিয়ে
ঘ্রাণ নিলাম কমলের
ওটা মূলত বর্ষাকালের গল্প
তার নিচে শুয়ে আছে সাইবেরিয়া।
চলুন ঘুমিয়ে পড়ি
ঘুমিয়ে থাকা ভালো
রোজ তিনবেলা ঘুম পান করুন
আপনি ঘুমিয়ে গেলে
মুক্তি মেলবে মেঘের
মৃত্যুর মুখে লাগিয়েছে কপাট
আসমানটা পকেটে পুরে নিয়ে
ছুড়ে মারলেন অন্ধকারের শরীরে
অত:পর কবি ঘুমিয়ে গেলেন
তিনি নিতে গেলেন চশমা
রপ্ত করলেন যুদ্ধকৌশল
সন্ধ্যেবেলা চায়ের কাপে
আমরা মৃত্যু সঙ্গম করি
আসুন এখানে মিছিলের ঠিক মাঝখানে
চলুন গল্প করি সঙ্গম
চলুন পান করি রাত
বিদ্যালয়ের সেরা ছাত্রকে উপহার দিই
কিছু গোলাপি রঙের অন্তর্বাস
চলুন নগরীর মোড়েমোড়ে
লিখে রাখি সঙ্গম
পবিত্রতা অর্জন করি টিবি চ্যানেল
দুইশ টাকার বিনিময়ে নর্তকীর ঘর
পৃথিবী একটি পবিত্র বেশ্যালয় যেহেতু
আপনি একজন কবি আপনি শেখালেন
সঙ্গমকৌশল
কী করে যুদ্ধে যেতে হয়
আমরা তুলি হাত।
আপনি শেখালেন আইন
আমাদের খড়ের তৈরি দালান
আপনি আমাদের নিয়ে চলুন
টেকনাফ থেকে তেঁতুলিয়া
আপনি আমাদের নিয়ে চলুন আশুলিয়া
সমাজবিধির চোখে ত্রিশুল দিলে
দেবতার বুকে কুচকাওয়াজ
এদেরকে শুনতে দিন বর্ষারাতের গল্প
পিপাসা মেটাতে কিনে দিন কালো
পায়জামা
মেহেদীর দাগ শুকিয়ে গেলে
আপনি পাবেন পুনরায় সন্ধ্যা