তোমার অপেক্ষায় অপ্সরী,
কেটে যায় ঘুম, আমার অচলায়তন।
তোমার অপেক্ষায় হে সুন্দরীতমা,
রাত্রির বুকে চুমু খাওয়া।
অমন কেন রুপ যে তোমার,
অমন কেন চুল।
অমন কেন মিষ্টি তুমি,
অমন কেন ঠোঁট।
তোমার বুকে লাল পাহাড়
আমি মরে যাই।
তোমার করে সোনালী ভোর,
একটি চুমু খাই?
তোমার বুকে ঘুমিয়ে থাকে,
আমাজন ফরেষ্ট,
দ্বীপরাজের বাংলো।
তোমাকে পাবার নেশায়
কবি হেটেছে সিংহল,
তোমাকে চুমু খেতে,
ভোর রজনী হয়েছে অতীত।
আমি একজন মহামান্য কুকুরকে চিনি,
প্রেমিকাকে চুমু খেতে সদা থাকে উন্মূখ।
তোমাকে দিলাম যুবকের বুকের একফোঁটা
শিশির।
তোমাকে দিলাম রাজপথের কড়া সুঘ্রাণ।
তোমাকে দিলাম মৃত্যুঞ্জয়ের ছাড়পত্র।
তোমাকে দিলাম বারের কড়া এলকোহল।
তোমার চোখ জর্ডনা নদী,
আমি মরে যাই।
তোমার হাসি জিন্নাহর রশি,
আমি মরে যাই।
তোমার ভালোবাসা তীরন্দাজের তীর,
আমি মরে যাই।
তোমার ঠোঁট কড়া এলকোহল,
একটু চুমু খাই?
একটু মরে যাই?
তোমাকে পাবার নেশায় হে অপ্সরী,
নাবিকের হয়েছে যাত্রা।
তোমাকে ভুলার নেশায়
আমি চুমু খেয়েছি তোমার বুকে।
তোমাকে ভুলতে রাজপথে দিয়েছি
স্লোগান,
তোমাকে ভালোবাসতে গিয়ে
আমি হয়েছি না ফরমান।
তুমি একটি নদী,
নদী একটি কদম্ব শাখ।
তোমাকে বাসবো ভালো,
আয়োজন করেছি বোশেখ।
তুমি আমার প্রিয়তমা,
আমার দুঃখের দুঃখ,
ক্লান্তির প্রসাদ।
স্বপ্নের সিঁড়ি, বুকের পাঁজর।
আমার বসন্তকাল,
শরতের ফুল, আশ্বিনের মেঘ
আমার তিলোত্তমা।