মৃত্যুপথে চলছি আমি তোমার মতো
প্রেম,
তোমার ঘরে লুকিয়ে আছি কেমন
হবে হেম।
তোমার মতো হাঁটছি আমি
আসমানসম পণ,
শান্তি পাবে কেমন করে বিষন্ন
এই মন।



নদীর তীরে হাটছে একা কবির রত্নপ্রাণ,
বাধা ছাড়া মানুষগুলো করছে
শরাব পান।
বাতাসগুলো ছুটছে নীরব গয়না
দিয়ে পায়,
অমন কেন নিয়মনীতি পাবে কেন
রায়?



আমি যখন একা চলি পাইনা কেন
আশ,
সঙ্গী নিলে কেমন হবে যুগলজীবন
পাশ?
আমার ঘরে আমি একা কেমন হবে
পথ,
খোদার কাছে ফিরে গেলে
কেমনে দেবো খত?