***

পৃথিবীর বিশালতায়-
তুমি এক শক্তিশালী দন্ডচুম্বক;
তোমার উত্তর ও দক্ষিণ মেরু জুড়ে
অসংখ্য চৌম্বক বলরেখা ব্যাপ্ত রয়েছে।
সেই বলরেখাসমূহের প্রবল আকর্ষণে-
আমি এগিয়ে যাই কেন্দ্র বরাবর।

আমিতো এক সুক্ষ্ম আলপিন,
নিয়মতান্ত্রিক উপায়ে আমার আধানসমূহ
পারষ্পারিক নিবেশিতায় ছিল।
তোমার প্রচন্ডতায় আমার অভ্যন্তরভাগ
পরিবর্তিত হয় অনুরূপ সন্নিবেশে-
আর আমি তোমাকে স্পর্শ করি
পারষ্পারিক আবেশে।

সংঘর্ষের পর আমার নিউট্রাল কণিকাসমূহ-
ব্যাপ্ত বিস্তৃত হয় মৌনতায়;
আর আমিও আহিত হই
তোমার তাড়িতচৌম্বক ক্ষেত্রফলের
ইলেকট্রনিক আধানে।

***