♦♣♦

মানুষের মনের কোন সীমানা নেই;
তেমনি চলাচল, কথোপকথনের
কোন নির্দিষ্ট গণ্ডি নেই।
আকাশ, বাতাস কিংবা জলের
কখনো বেড়াজাল ছিলো না।

মানুষের মুক্ত স্বাধীন হবার
কথা ছিলো,- কথা ছিলো
সমস্ত পৃথিবীর মাটিতে পা রাখার।

অথচ নষ্ট রাজনীতির দ্বন্দ্বে
পুরো পৃথিবী জুড়ে রাজত্ব করছে
একের পর এক দেয়াল;
অসংখ্য কাঁটাতারের বেড়াজালে
মানুষ নিজেকে বন্দী করে রেখেছে।

জাতি আর শ্রেণির বিভাজনে
পৃথিবীর মুক্তাঙ্গন আজ
চিড়িয়াখানায় পরিনত।
বোকা মানুষের দল,
চিড়িয়াখানার প্রাণি হতে পেরে সুখি।

স্বাধীনতা, স্বাধীনতা,
চিৎকার করতে করতে-
অদৃশ্য পরাধীনতার কারাগারে বন্দী।
বিশাল আকাশকে দূরে ঠেলে,
কবুতরের কুঠুরিতে শান্তির ঘুম দেয়।

♦♣♦